নিজস্ব সংবাদদাতাঃ বাঁশ এবং মাটি দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। এক শান্ত গ্রাম্য পরিবেশ। সেখানে ভিক্ষুক বেশে মহিষাসুর। দশভূজার কাছে ক্ষমা ভিক্ষে করছে সে। এবারের দুর্গাপুজোয় একেবারে অভিনব প্রয়াস বিবেকানন্দ পার্ক এ্যাথলেটিক ক্লাবের। ঘরামিদের সম্মান জানাতেই এই উদ্যোগ। তাঁদের এবারের থিম 'ঘরামিদের ঘরের পুজো'। শিল্পী পার্থ দাসের সৃজনে ফুটে উঠবে এই থিম। পুজোর উপদেষ্টা সুশান্ত পাল। প্রতিমা শিল্পী রমা দাস।