নিজস্ব সংবাদদাতাঃ এবার স্বাধীন রাষ্ট্রের দাবিতে বার্সেলোনার রাস্তায় মানুষের ঢল নামল। জানা গিয়েছে, স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন কাতালুনিয়া রাষ্ট্রের দাবিতে লক্ষাধিক মানুষ মিছিল করেছে বার্সেলোনায়। এসময় তাদের স্লোগান দিতে, গান গাইতে এবং পতাকা দোলাতে দেখা গেছে। এই মিছিলের আয়োজন করেছিল তৃণমূল অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা (এএনসি)। ২০১৭ সালে আটকের পর ক্ষমা করে দেওয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালানকে মুক্তি দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম র্যালি।