নিজস্ব সংবাদদাতাঃ কিছুদিন আগেই কলকাতায় 'কিশমিশ' ছবির প্রথম পর্বের শুট শেষ হয়েছে। এবারে ছবির দ্বিতীয় পর্বের শুটের জন্য দার্জিলিং-এ পাড়ি দিলেন ছবির পুরো ইউনিট। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকা সাংসদ জানান, 'পাহাড়ে শুট করতে খুব ভাল লাগে। পাহাড় আমার জন্য লাকি। পাহাড়ে যতবার আমার ছবির শুট হয়েছে, সেই ছবি হিট হয়েছে'। সব কিছু ঠিক থাকলে এই বছরেই মুক্তি পাবে 'কিশমিশ'।