সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ রাতের অন্ধকারে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড ময়দানে অবাধে চলছে গাছ কাটা। শহরের ফুসফুস হিসেবে পরিচিত প্যারেড গ্রাউন্ড মাঠে প্রতিদিন শহরের বাসিন্দারা মুক্ত অক্সিজেন নিতে প্রাতঃভ্রমণ করেন। স্বাভাবিক ভাবেই স্থানীয় বাসিন্দারা চিন্তিত। স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন প্যারেড গ্রাউন্ড ময়দানের উপর বিদ্যুৎ দপ্তরের তার গিয়েছে সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর থেকেও গাছ কাটতে পারে। শহর বাসিন্দাদের অভিযোগ যদি বিদ্যুৎ দপ্তর থেকে এই গাছ কাটা হয় সেক্ষেত্রে গাছের ডাল পালা কাটতে পারে কিন্তু গাছের গুড়ি থেকে গাছ কাটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এছাড়া এই গাছ যারা কেটেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিৎ। অন্যদিকে আলিপুরদুয়ার বিদ্যুৎ দপ্তরের আধিকারিক রাজেন মন্ডল বলেন, 'এই মুহুর্তে প্যারেড গ্রাউন্ড মাঠে আমাদের গাছের ডাল কাটার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। স্বাভাবিক ভাবেই ওয়াকিবহাল মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে প্রশাসনের নাকের ডগায় এই ভাবে গাছ কাটছে অসাধু চক্র।'