হরি ঘোষ, দুর্গাপুর: তৃতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি, এই প্রসঙ্গে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক বললেন, এর জবাব মানুষই দেবে। দুর্গাপুরে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক শনিবার কর্মী সভায় যোগ দিয়ে বলেন, ত্রিপুরাতেও এবার বিজেপি নামক কোনও সরকার থাকবে না, ত্রিপুরার মানুষ তৃণমূলকে চাইছে, ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। এদিন মন্ত্রী মলয় ঘটক আরো বলেন, এবার পাড়ায় পাড়ায় সমাধান করার জন্য চালু হচ্ছে মোবাইল নাম্বার।এই নাম্বারের মাধ্যমে অভিযোগ জমা করতে পারবেন সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ। যাতে করে সংগঠন মজবুত হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, দুর্গাপুরের শ্রমিক সংগঠনে দীর্ঘদিনের যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব অবিলম্বে মিটিয়ে দলকে আরও মজবুত করা হবে। দলে কোন গোষ্ঠী থাকবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন। ২০২৪ নির্বাচনে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করাই তাঁদের প্রধান লক্ষ্য। এভাবেই রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক বিজেপিকে আক্রমণ করলেন।