পুরভোটের সংরক্ষণের তালিকা নিয়ে প্রশ্নের মুখে তৃণমূল

author-image
New Update
পুরভোটের সংরক্ষণের তালিকা নিয়ে প্রশ্নের মুখে তৃণমূল

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ উপনির্বাচনের দামামা বাজতেই আলিপুরদুয়ারে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক, বিরোধী বিভিন্ন রাজনৈতিক শিবির। আর এখানে পুরভোটের সংরক্ষণের তালিকা নিয়ে ঘরে বাইরে রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে আলিপুরদুয়ার পুরসভার শেষ পুরবোর্ডের মেয়াদ শেষ হয়। তার আগেই আগষ্ট মাসে আলিপুরদুয়ার পুরসভার নির্বাচনে ২০ টি ওয়ার্ডে সংরক্ষণের তালিকা প্রকাশ করে জেলা নির্বাচন দফতর। ওই বছর ২০ আগষ্ট একটি সংরক্ষণের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু এই সংরক্ষণের তালিকায় একাধিক শাসক দলের নেতারা সংরক্ষণের কোপে পড়েন। তার পরেই সাত দিনের মাথায় ২০১৮ সালের ২৮ আগষ্ট দ্বিতীয় সংরক্ষণের তালিকা প্রকাশ করা হয়। আর এবার দ্বিতীয় এই সংরক্ষণের তালিকাতে ভোটের আভাস পেয়ে ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।  বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরেও এক অংশ নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। আলিপুরদুয়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি দীপঙ্কর ঘোষ বলেন, " ২০১৮ সালে আমরা এই সংরক্ষণের তালিকার প্রতিবাদে জেলা শাসকের কাছে গিয়ে জানিয়েছিলাম। এই ওয়ার্ডে খুব কম সংখ্যায় এস.সি মানুষের বসবাস রয়েছে, স্বাভাবিক ভাবেই সেই হিসেবে এই আসনটি জেনারেল হওয়া উচিৎ। "