সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: শিলিগুড়ির ফাঁসিদেওয়া জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল ভিনরাজ্যের এক ব্যক্তির মৃতদেহ। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগরের জগন্নাথপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নালিল্লা অশোক (৩১)। তিনি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা ছিলেন।এদিন জগন্নাথপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বিধাননগর তদন্ত কেন্দ্রের ওসি মানস দাস সহ অন্য পুলিশকর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত ব্যক্তির পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানা যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।