নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে জানা গিয়েছে যে মহাকাশে পাড়ি দিতে চলেছে নাসার James Webb স্পেস টেলিস্কোপ। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা এই টেলিস্কোপ মহাকাশে অভিযান শুরু করলে এক নতুন যুগের সূচনা হবে। অসংখ্য আকর্ষণীয় এবং অজানা তথ্যের হদিশ পাবেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে মহাকাশের এক অজানা দিক প্রসঙ্গে জানার সুযোগ পাবেন সাধারণ মানুষও। জানা গিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর এই James Webb টেলিস্কোপ লঞ্চ করবে মার্কিন স্পেস এজেন্সি নাসা।