প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কালভার্টের বদলে বাঁশের সাঁকো!

author-image
New Update
প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কালভার্টের বদলে বাঁশের সাঁকো!

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: দাসপুর-১ ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কলোড়া বাসস্ট্যান্ড থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দীর্ঘ ১১ কিলোমিটার রাস্তাটি পোসতঙ্কা পর্যন্ত গিয়েছে। দীর্ঘ ওই রাস্তার শুরুতেই ছিল একটি কালভার্ট, আর সেই কালভার্টটি কয়েক বছর ধরে একেবারে দুর্বল অবস্থায় ছিল। এই বছর জুলাইয়ের শুরু থেকেই অতি বর্ষণের ফলে জলের চাপে কালভার্টটি ভেঙ্গে যায় এবং সেই জায়গায় তৈরী করা হয় একটি অস্থায়ী বাঁশের সাঁকো। প্রসঙ্গত রাস্তাটির উপর নির্ভরশীল দশ-বারোটি গ্রাম পঞ্চায়েতের কয়েক লক্ষ মানুষ এখান দিয়ে যাতায়াত করেন প্রতিনিয়ত। এছাড়াও এই এলাকার মানুষ কৃষি কাজের সাথে যুক্ত, তাদের প্রতিনিয়ত ওই রাস্তার উপর নির্ভর করে বিভিন্ন বাজারে যেতে হয়। আবার সেই সাথে যানবাহন চলাচলও খুবই অসুবিধায় পড়ছে, কর্মস্থলে যেতে হচ্ছে অনেকটা ঘুরপথে। বর্তমানে ১১ কিলোমিটার এই রাস্তাটি দিয়ে ঘাটাল-মলিঘাটী ও পাঁশকুড়া-মলিঘাটী বাস চলে, আর সেই বাস গুলিও অনেকটা ঘুরপথে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। এই প্রসঙ্গে দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিককে প্রশ্ন করলে তিনি জানান, এই কালভার্টটির জন্য নতুন একটি টেন্ডার পাশ করে ঠিকাদার ঠিক করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।