নিজস্ব সংবাদদাতাঃ আল-কায়দার মাস্টারস্ট্রোক বলা যায় মাসুদের হত্যা। হিসেব কষাই ছিল। আমেরিকা আফগানিস্তানে আক্রমণ হানতে পারে ৯/১১-র পর। সেইক্ষেত্রে মাসুদ, যে কিনা সিআইএ-এর যোগ্য সঙ্গী তালিবানের বিরুদ্ধে লড়াইতে, আল-কায়দার বিরুদ্ধেও জোরকদমে নামবে। তাকে সরানোর রাজনৈতিক চাল আগে খেলা হল। ইতিহাসের পুনরাবৃত্তি হল চুক্তির দেড় বছরের মধ্যেই । তালিবান ফের ক্ষমতায় । এবার আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদের লড়াই করছেন।