নিজস্ব সংবাদদাতাঃ
আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে মার্কিন সেনা। তালিবান দখল নেওয়ার দিন ১৫-র মধ্যে সব মার্কিন সেনা ফিরে গিয়েছে আমেরিকা। কিন্তু যাওয়ার সময় সব সামরিক বিমান বা অস্ত্র নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেগুলি আফগানিস্তানের মাটিতেই রয়ে গিয়েছে। তবে চাইলেও সেগুলো ব্যবহার করতে পারবে না তালিবরা। কারণ আসার সময় সেগুলি নিষ্ক্রিয় করে দিয়ে আসা হয়েছে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কয়েকজন তালিবান সদস্য এরকমই একটি পরিত্যক্ষ বিমানে দড়ি ঝুলিয়ে দোলনার মতো ব্যবহার করার চেষ্টা করছে। আর সেই ভিডিয়ো টুইট করে আমেরিকাকে কটাক্ষ করল চিন।
প্রথম থেকেই তালিবানের প্রতি সমর্থন প্রকট হয়েছে চিনের। এবার সরাসরি আমেরিকাকে কটাক্ষ। আফগানিস্তানের মাটিতে পরিত্যক্ত কয়েক বিলিয়ন ডলারের সেই সব অস্ত্র সরঞ্জামকে পতন হওয়া সাম্রাজ্যের কবরস্থান বলে উল্লেখ করেছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিজিয়ান ঝাও। আমেরিকাকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘সাম্রাজ্যের কবরস্থল ও তাদের যুদ্ধাস্ত্র। তালিবান তাদের বিমানকে দোলনা আর খেলনায় পরিণত করেছে।