নিজস্ব সংবাদদাতাঃ
আজকের দিনে জলের সংরক্ষণ খুব বেশি পরিমাণে দরকার। আমরা সবাই এই কথাটা জানি। জলের মতো গুরুত্বপূর্ণ সম্পদের অপচয় আজ বিশাল মাত্রা নিয়েছে। আমাদের এটা খুব বেশি গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। সেই ব্যাপার সম্পর্কে সচেতনতা তৈরি করতে জলশক্তি মন্ত্রণালয় একটা অদ্ভুত পদক্ষেপ নিয়েছিল। তারা একটি টিউবওয়েল থেকে একটি হাতির জল তোলার ভিডিয়ো শেয়ার করেছে। আর স্পষ্টতই ভিডিয়োটি ভাইরাল হয়ে গেছে।
২৬ সেকেন্ডের এই ক্লিপে একটি হাতিকে টিউবওয়েল থেকে জল তুলতে দেখা গেছে। হাতিটি নিজের জন্য পর্যাপ্ত জল নেওয়ার সঙ্গে সঙ্গেই থেমে গেল। জল নেওয়ার পর হাতিটি খুব আনন্দের সঙ্গে তার তৃষ্ণা নিবারণ করেছে। সে তার প্রয়োজনীয় জলের বেশি এক ফোঁটা জলও নষ্ট হতে দেয়নি।