বেসরকারি আবাসন কমপ্লেক্স সংস্থার অফিসে বিক্ষোভ বাসিন্দাদের

author-image
New Update
বেসরকারি আবাসন কমপ্লেক্স সংস্থার অফিসে বিক্ষোভ বাসিন্দাদের

রাহুল পাসোয়ান, আসানসোল: রক্ষণাবেক্ষণের জন্য টাকা নিলেও পরিষেবা ঠিকমত পাওয়া যাচ্ছে না, এই অভিযোগে এবং কয়েকদফা দাবিতে আবাসিকদের বিক্ষোভ। আসানসোলের একটি বেসরকারি আবাসন কমপ্লেক্স সংস্থার অফিসে বিক্ষোভ দেখায় ঐ আবাসনের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তাদের কাছে সংস্থা টাকা নিচ্ছে কিন্তু সেই ভাবে পরিষেবা দিচ্ছে না। বরুণ মালব বলে এক আবাসিকের অভিযোগ,  “রক্ষণাবেক্ষণের নাম করে টাকা নিলেও কোনও ব্যবস্থা নেই। ক্লাবের সদস্য পদ থাকলেও আমাদের এন্ট্রি নেই।কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী কাজ হবে।

অপরদিকে আর এক আবাসিক বিষ্ণুপ্রিয়া বল অভিযোগ করেন,  এখানে বাড়ি তৈরির ত্রুটি রয়েছে।  যার জেরে বৃষ্টির সময় বাইরের বৃষ্টির জল বাড়িতে প্রবেশ করে।ফলে সমস্যায় পড়তে হয় আবাসিকদের।  কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয় না। তাই তাদের এই বিক্ষোভ। যদিও বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কর্তৃপক্ষের।