আফগান মহিলাদের নিয়ে রাষ্ট্রপুঞ্জে সওয়াল ভারতের

author-image
Harmeet
New Update
আফগান মহিলাদের নিয়ে রাষ্ট্রপুঞ্জে সওয়াল ভারতের

​নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের (Afghanistan) সরকার গঠনের কথা ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগেই। আর তার ঠিক তিন দিন পর সেই তালিবান (Taliban) সরকার গঠন নিয়ে বার্তা দিল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের বার্তা যাতে, সরকার গঠনে সবাইকে সমান অধিকার দেওয়া হয়। শুক্রবার এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জে (United Nation) সওয়াল করে ভারত। ভারতীয় প্রতিনিধি বলেন, যাতে আফগানিস্তানের মহিলাদের অভাব-অভিযোগ শোনা হয়। সংখ্যালঘুদের যাতে অধিকার দেওয়া হয়, শিশুদের কথা যাতে ভাবা হয়, সেই বিষয়েও বার্তা দিয়েছেন তিনি। এ ছাড়া ভারতের তরফ বার্তা দেওয়া হয়েছে যে, আফগানিস্তানের পরিস্থিতি ভারতের জন্য অবশ্যই উদ্বেগের।