সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: গরু পাচার করতে এসে শিলিগুড়ির ফাঁসিদেওয়া পুলিশের কাছে ধরা পড়ল বাংলাদেশের এক যুবক। সূত্রের পাওয়া খবর অনুযায়ী ফাঁসিদেওয়া থানার পুলিশ সন্দেহভাজন অবস্থায় দেখে বাংলাদেশি গোরু পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম নয়ন আলি (২২)। বৃহস্পতিবার রাতে ব্লকের ধনিয়া মোড় সংলগ্ন এলাকায় টহলের সময় ওই পাচারকারীকে আটক করা হয়। কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে থানায় নিয়ে আসা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছে, গোরু পাচার করতে সে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।