জন্মদিনে গাছ লাগানোর আবেদন চতুর্থ শ্রেণির এক ছাত্রের

author-image
New Update
জন্মদিনে গাছ লাগানোর আবেদন চতুর্থ শ্রেণির এক ছাত্রের

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:   জন্মদিনে গাছ লাগানোর আবেদন চতুর্থ শ্রেণির এক ছাত্রের। রীতিমতো বাড়ির রাস্তার ধারে ব্যানার টাঙিয়ে গাছ লাগানোর আবেদন জলপাইগুড়ির দক্ষিণ বামুন পাড়ার বাসিন্দা শীর্ষ দেব নামে এক চতুর্থ শ্রেণির এই পড়ুয়ার। তাতে লেখা, ‘১১ই সেপ্টেম্বর আমার জন্মদিন। যাঁরা আমাকে আশীর্বাদ করতে চান, তাঁরা অন্তত একটি চারাগাছ লাগিয়ে গাছ বাড়তে দিন।প্রয়োজনে বাড়ি থেকে একটি চারাগাছ নিয়ে যাওয়ার অনুরোধও জানিয়েছে শীর্ষচন্দ্র দেব। চতুর্থ শ্রেণির ওই পড়ুয়ার আবেদনে সাড়া দিয়ে চারাগাছ নিয়ে যাওয়ার হিড়িক পড়েছে প্রতিবেশীদের। ১০ বছরের শীর্ষের পরিবেশ সচেতনতা দেখে মুগ্ধ সকলে। জলপাইগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বামনপাড়ার বাসিন্দা মাশরুম ব্যবসায়ী মৃদুল দেব ও তাঁর স্ত্রী শুভ্রা দেবের ছেলে শীর্ষ দেব। জন্মদিনের এক সপ্তাহ আগে বাড়ি থেকে মালবেরা, জবা সহ বিভিন্ন ফুল, ফলের চারাগাছ বিলি করছে জলপাইগুড়ির সারদা বিদ্যাপিঠের চতুর্থ শ্রেণির এই পড়ুয়া। ছয়দিনে পাঁচ হাজারটি চারাগাছ বিলি করেছে সে। আরও পাঁচ হাজার চারাগাছের অর্ডার দেওয়া হয়েছে। শুধু দক্ষিণ বামনপাড়া, নিউটাউন পাড়া নয়, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষ বাড়িতে এসে চারাগাছ নিয়ে যাচ্ছেন। শীর্ষের পরিবারের বক্তব্য, আগামী প্রজন্মের জন্য গাছ লাগিয়ে সুস্থ পরিবেশ তৈরি করাই তাঁদের লক্ষ্য।