জলপাইগুড়িতে কাঠ মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান বন দপ্তরের

author-image
New Update
জলপাইগুড়িতে কাঠ মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান বন দপ্তরের

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  জলপাইগুড়িতে কাঠ মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে বন দপ্তর। ফের একবার বন দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হল। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা রানাঘাট থানার অন্তর্গত চানাডিপা এলাকার একটি বাড়িতে হানা দেয়। সেই বাড়ির পেছনে একটি সুপারি বাগানে কাঠ লুকিয়ে রাখা ছিল। সেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা।তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাজেয়াপ্ত করা কাঠের পরিমাণ প্রায় ৫০ সিএফটি। এদিনের এই অভিযানে বনকর্মীদের পাশাপাশি ছিলেন রাজ্য সশস্ত্র পুলিশের জওয়ানরা। গত একমাস ধরে বন দপ্তরের লাগাতার অভিযান চলছে। আগামী দিনেও এই অভিযান চলবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।