সাত দিনেই পেট্রল পাম্পে ডাকাতির কিনারা, সাফল্য অন্ডাল পুলিসের

author-image
New Update
সাত দিনেই পেট্রল পাম্পে ডাকাতির কিনারা, সাফল্য অন্ডাল পুলিসের

হরি ঘোষ, অন্ডাল: চলতি মাসের ২ তারিখ অন্ডালের দুপচুরুরিয়া মোড়ের পেট্রোল পাম্পে রাত্রি ১ টা নাগাদ ছয়-সাতজনের ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। মারধর করা হয় পাম্পে কর্মরত কর্মচারীদের। বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাম্প থেকে ক্যাশবাক্স ভেঙে নিয়ে যায় প্রায় এক লক্ষ ছয় হাজার টাকার মতো নগদ অর্থ।

আট দিনের মধ্যেই অন্ডাল থানার পুলিসের বড়সড় সাফল্য এল। অন্ডাল থানার পুলিশের তৎপরতায় কলকাতার উল্টোডাঙা থেকে আটক করা হয় দুই দুষ্কৃতীকে । পেট্রল পাম্পে ডাকাতির ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনার তদন্তে নেমে পড়ে অন্ডাল থানার পুলিশ। ঘটনাস্থলের পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িটিকে। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার উল্টোডাঙার বাসিন্দা গাড়ির ড্রাইভার মোহাম্মদ শাহানাজ ও আরশাদ আলী নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। আটক করা হয় এই ডাকাতিতে ব্যবহার করা গাড়িটিও।