নিজস্ব সংবাদদাতাঃ করোনার করাল গ্রাস থেকে বাঁচতে পারল না বাঙালির জাতীয় উৎসব দুর্গাপুজো। প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো পালিত হয় হুগলিতে। গত বছর করোনা অতিমারীর প্রকোপ কিছুটা পড়েছিল গঙ্গাতীরের এই শহরের পুজোয়। কিন্তু এই বছর প্রভাবটা যেন আরও বেশি চোখে পড়ছে। করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেই জন্য থিমের পুজোর জাঁকজমক বেশ কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে শহরের একাধিক বারোয়ারি পুজো কমিটিগুলি। এমনই একটি পুজো কমিটি হল একাধিকবার বিশ্ববাংলা শারদসম্মান পুরস্কারপ্রাপ্ত কারবালা মোড় বিবেকানন্দ রোড দুর্গোৎসব পুজো কমিটি। প্রতি বছর এই পুজো কমিটির পক্ষ থেকে দুটি প্রতিমা আনা হয়। যার মধ্যে একটি থিমের, আরেকটি প্রতিমায় পুজো-অর্চনা করা হয়। কিন্তু এবার করোনার কারণে থিমের পুজোটি প্রথমে বাতিল করা হবে বলে শোনা গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে থিমের পুজো হলেও, করোনা সংক্রমণ যাতে কোনোভাবে না বাড়ে তার দিকে কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুজো কমিটির এক সদস্য।