নিজস্ব প্রতিনিধি: মুইয়া সোধি নামে এক মাওবাদী যার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা, ছত্তিশগড়ের সুকমায় পুলিশের কাছে আত্মসমর্পণ করল।
পুলিশের মতে, মাওবাদীদের আত্মসমর্পণের ফলে মাওবাদী গোষ্ঠীগুলির সঠিক কাঠামো, আর্থিক সরবরাহ নেটওয়ার্ক এবং স্থানীয় নেটওয়ার্ক খুঁজে বের করা হবে।
এক সাংবাদিক সম্মেলনে সুকমার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সুনীল শর্মা বলেন, "১৪ ও ১৫ আগস্ট মাওবাদীদের একটি দল বাইরের মাওবাদী নেতাদের বিরুদ্ধে পোস্টার দেয়, যারা এসে স্থানীয়দের তাদের দলে যোগ দিতে বাধ্য করত। এই পোস্টারগুলো থেকে আমরা তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব খুঁজে বের করতে পারি।"