আধার কার্ড তৈরি করতে গিয়ে চরম হয়রানির শিকার মানুষ

author-image
Harmeet
New Update
আধার কার্ড তৈরি করতে গিয়ে চরম হয়রানির শিকার মানুষ

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ দুয়ারে সরকার শিবির নয়, আধার কার্ড তৈরি বা সংশোধন করতে দীর্ঘ লাইন মেদিনীপুর শহরের হেড পোস্ট অফিসের সামনে। বুধবার রাত থেকে বহু মানুষ প্রতিকূল আবহাওয়ার মধ্যে দুধের শিশুকে সঙ্গে নিয়ে পোস্ট অফিসের সামনে অপেক্ষায়। এই হয়রানিতে ক্ষোভ প্রকাশ মানুষজনের। মেদিনীপুর শহর সংলগ্ন এলাকার বাসিন্দা রামেশ্বর সরেন, ঝন্টু দাসরা বলেন, ‘গতকাল রাত ন'টা থেকে এখানে লাইনে রয়েছি। সঙ্গে বাচ্চাকেও নিয়ে আসতে হয়েছে কারণ বাচ্চার আধার কার্ড হবে। রাতভর সকলকে নিয়ে অপেক্ষা করতে হয়েছে। কোনও সুব্যবস্থা নেই এই আধার কার্ডের জন্য আসা লোকজনের জন্য। প্রশাসনের উদাসীনতাকে দুষছেন সকলে। সমস্ত কিছুতেই আধার বাধ্যতামূলক করার পরেও নতুন আধার কার্ড তৈরি বা সংশোধনের জন্য সরকারি দপ্তরগুলিতে ক্যাম্প করার অনুমতি কেন্দ্র সরকার দিচ্ছে না বলে অভিযোগ। যে গুটিকয়েক ব্যাঙ্কে হচ্ছে তাতে বহু মানুষের ভিড়। আগের দিন রাত থেকে ছোট বাচ্চাদের নিয়ে পোস্ট অফিস বা ব্যাঙ্কের দরজার সামনে বসে থাকছেন।‘ মানুষজনকে হয়রানি করায় কেন্দ্র সরকারের উদ্দেশ্য বলে কটাক্ষ করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারপার্সন সৌমেন খান। তিনি বলেন, কেন্দ্র সরকার আধার বাধ্যতামূলক করলেও সমস্ত সরকারি দফতরে অনুমতি না দেওয়ায় এই সমস্যা বাড়ছে।  পৌরসভার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যাতে আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য অনুমতি দেওয়া হয়।