নিজস্ব সংবাদদাতাঃ গত ৩০ আগস্ট মার্কিন নেতৃত্বাধীন স্থানান্তর শেষ হওয়ার পর আফগান রাজধানী থেকে বিদেশীদের নিয়ে প্রথম ফ্লাইটে মার্কিন নাগরিকসহ প্রায় ২০০ যাত্রী বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর ত্যাগ করেন। তালেবানরা কাবুলে মিছিল করে প্রাক্তন রাষ্ট্রপতি আশরাফ ঘানিকে ক্ষমতাচ্যুত করার এক মাসেরও কম সময় পরে বিদ্রোহীদের থেকে শাসন ক্ষমতায় তাদের রূপান্তর অব্যাহত রাখার সাথে সাথে দোহার এই ফ্লাইটটি এসেছে। বৃহস্পতিবার বিকেলে কাতার এয়ারওয়েজের বিমানটি কাবুলের বিমানবন্দর থেকে প্রায় ২০০ জনকে নিয়ে যায় - ১,২০,০০০ এরও বেশি লোকের বিশাল, বিশৃঙ্খল এয়ারলিফ্ট মার্কিন পুলআউটের সাথে নাটকীয়ভাবে বন্ধ হওয়ার পর এই প্রথম।