নিজস্ব সংবাদদাতাঃ
সরকার গঠন হতে না হতেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে সরকার বিরোধী আন্দোলন। নতুন সরকার যেভাবে একের পর এক ফতেয়া জারি করে সাধারণ মানুষের অধিকার খর্ব করছে, তাতে অসন্তুষ্ট আফগানবাসী। এ বার বিশেষত তালিবানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আফগান মহিলারা। সোশ্যাল মাধ্যমে তালিবানি অত্যাচার ও মহিলাদের প্রতিবাদ মিছিল ভাইরাল হতেই ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিল তালিবানরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাবুলের একাধিক জায়গায় তালিবান বিরোধী আন্দোলন শুরু হতেই প্রাক্তন রাজধানী শহরের একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত সোশ্যাল মিডিয়া বা অনলাইন মাধ্যমেই এই আন্দোলনগুলির পরিকল্পনা ও প্রচার হওয়ায় আন্দোলনকারীদের জমায়েত রুখতে সরাসরি ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দেওয়া হয়েছে