নিজস্ব সংবাদদাতাঃ
তালিবানের দাবিকে ফের ভুয়ো বলে দাবি করল প্রতিরোধ বাহিনী। এ দিন পঞ্জশীরের প্রতিরোধ বাহিনীর তরফে জানানো হল, আহমেদ মাসুদ এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহ সুরক্ষিতই রয়েছেন এবং গোটা পঞ্জশীরও দখল করতে পারেনি তালিবান, ওই প্রদেশের অধিকাংশই এখনও প্রতিরোধ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
গত ১৫ অগস্ট কাবুল দখল নিয়ে গোটা আফগানিস্তানে নিজেদের শাসন জারি করলেও রাজধানীর উত্তরেই অবস্থিত পাহাড় ঘেরা পঞ্জশীর এর দখল নিতে পারছিল না তালিবান বাহিনী। গত সপ্তাহের মঙ্গলবার থেকেই পঞ্জশীর চারিদিক থেকে ঘিরে ফেলে তালিব বাহিনী। লাগাতার গুলি বর্ষণ ও সংঘর্ষ চালিয়ে অবশেষে চলতি সপ্তাহের সোমবার পঞ্জশীরের দখল নেয় তালিবান। গভর্নর হাউসে তালিবানি পতাকা উত্তোলন করে নিজেদের জয় ঘোষণা করে তালিবান। সূত্রের খবর, তাদের সাহায্য করেছে আল কায়েদা সহ অন্যান্য পাক জঙ্গি সংগঠনগুলি।