জঙ্গল থেকে উদ্ধার বাইসনের মৃতদেহ

author-image
Harmeet
New Update
জঙ্গল থেকে উদ্ধার বাইসনের মৃতদেহ

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি : জঙ্গল থেকে উদ্ধার হল বাইসনের মৃতদেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জে। এই অন্তর্গত খট্টিমারি বিটের ২ নম্বর কম্পার্টমেন্ট জঙ্গ থেকে পূর্ণবয়স্ক পুরুষ বাইসনের দেহ উদ্ধার হয়। প্রতিদিনের মতো এদিন টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে আসে বাইসনটি। প্রাথমিকভাবে অনুমান, শিকার উৎসবের সময়ে কোনওভাবে চোরা শিকারিদের বল্লমের আঘাতে আহত হয়ে থাকতে পারে এই বাইসনটি। অথবা নিজেদের মধ্যে লড়াই করেও আহত হয়ে দীর্ঘদিন জঙ্গলে ঘুরে বেড়ানোর ফলে ইনফেকশন হয়ে মৃত্যু হতে পারে বাইসনটির। ঘটনাস্থলে পৌঁছেছেন মোরাঘাট রেঞ্জের আধিকারিকরা। পশু চিকিৎসককেও ময়নাতদন্তের জন্য সেখানে ডাকা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বাইসনটির মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন বনদপ্তরের আধিকারিকরা।