করোনার প্রভাব বস্ত্র ব্যবসায়ীদের ওপর

author-image
Harmeet
New Update
করোনার প্রভাব বস্ত্র ব্যবসায়ীদের ওপর

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:  করোনার প্রভাব পড়েছে এ বছর বস্ত্র ব্যবসায়ীদের ওপর। দীর্ঘদিন দিন ধরে লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও দূর্গাপূজোতে চিন্তার ভাঁজ ফেলেছে আলিপুরদুয়ারের কাপড় ব্যবসায়ীদের মাথায়। একাংশ বস্ত্র ব্যবসায়ীরা চড়া সুদে লোন করে দোকানে কাপড় রাখলেও দেখা নেই ক্রেতার। স্বাভাবিক ভাবেই ঋনের দায়ে নুয়ে পড়েছেন একাংশ কাপড় ব্যবসায়ী। প্রতিবছর কাপড়ের দোকানে ভীড় থাকলেও এবছর দেখা নেই ক্রেতাদের। আলিপুরদুয়ারের কলেজ হল্টের বস্ত্র ব্যাবসায়ী ভোলা সাহা বলেন, " বাজার থেকে চড়া ঋন করে কাপড় কিনে দোকানে এনেছি। কাপড় দোকানে থাকলেও দেখা নেই ক্রেতাদের।এখন পূজোর পূর্বে কয়েকটি দিন ব্যবসার দিকে তাকিয়ে রয়েছি। ব্যাবসা হলে বাজারের থেকে ঋন মেটানো সম্ভব হবে নইলে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে।