নিজস্ব সংবাদদাতাঃ বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে ঠিক জমে না। আর সেই মিষ্টি যদি রসগোল্লা হয় তাহলে তো কোনও কথাই নেই। রসগোল্লা নিয়ে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার লড়াই আজকের নয়। আমরা অনেকেই নিত্যদিন রসগোল্লা খাই। তবে এর ইংরেজি নাম অনেকেই জানেন না। অভিধানে এর একটি আলাদা নাম রয়েছে। যা প্রায় ব্যবহার হয় না বললেই চলে। অভিধান অনুযায়ী রসগোল্লাকে ইংরেজিতে বলে 'সিরাপ ফিল্ড রোল'।