প্রথম কমার্শিয়াল শুরু করছে ভার্জিন গ্যালাকটিক

author-image
Harmeet
New Update
প্রথম কমার্শিয়াল শুরু করছে ভার্জিন গ্যালাকটিক

​নিজস্ব সংবাদদাতাঃ ভার্জিন গ্যালাকটিক সংস্থা তাদের প্রথম বাণিজ্যিক রিসার্চ মিশন চালু করতে চলেছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ইউনিটি ২৩’। এই মিশনের জন্য ইতালির বায়ু সেনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মার্কিন সংস্থা ভার্জিন গ্যালাকটিক। আমেরিকার এই স্পেস ট্র্যাভেল কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিংবা অক্টোবর মাসের শুরুর সিকে ‘ইউনিটি ২৩’ মিশন শুরু করা হবে। এই অভিযানে যে স্পেসক্র্যাফট বা মহাকাশযান এজ অফ স্পেস অর্থাৎ মহাকাশের সীমান্তে পাঠানো হবে, সেখানে থাকবে তিনজন ক্রু মেম্বার (paying crew members)। ইতালির বায়ু সেনা এবং রোম ভিত্তিক সরকারি এজেন্সি ন্যাশনাল রিসার্চ কাউন্সিল থেকে এই তিন সদস্যকে বেছে নেওয়া হবে। গত বৃহস্পতিবার ভার্জিন গ্যালাকটিক সংস্থার তরফে জানানো হয়েছে যে তারা তাদের প্রথম ‘কমার্শিয়াল রিসার্চ মিশন’ শুরু করতে চলেছে।