পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল মাপের গ্রহাণু, উদ্বেগে নাসা

author-image
Harmeet
New Update
পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল মাপের গ্রহাণু, উদ্বেগে নাসা

​নিজস্ব সংবাদদাতাঃ 

বিপদ যেন কাটতেই চাইছে না। ফের একবার পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে হাজারতম গ্রহাণু। এমনই মত নাসার। চলতি বছরে পৃথিবীর অভিমুখে বারবার হামলা চালানোর চেষ্টা করছে মহাশূণ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রহাণুগুলি। নাসার মতে,চলতি মাসের শেষের দিকে পৃথিবীর অভিমুখে ধেয়ে আসছে ‘2021 NY1’ নামে সম্ভাব্য বিপজ্জনক বিশাল এক মহাকাশের বস্তু। নাসার বিজ্ঞানীরা অনুমান করছে, ২২ সেপ্টেম্বরের মধ্যেই এই বিশাল গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি চলে আসবে।

সূত্রের খবর অনুযায়ী, নাসা ‘2021 NY1’ এর আকার পরিমাপ করে জানিয়েছে, এটি প্রায় ৩৩০মিটার, যা স্ট্যাচু অফ লিবার্টির আকারের প্রায় তিনগুণ। অনুমান করা হচ্ছে পৃথিবীর দিকে প্রায় ৩৩,৬১৯ কিমি গতিতে ছুটে আসতে চলেছে।