নিজস্ব সংবাদদাতাঃ নতুন সরকার গঠনের পরই একের পর এক নির্দেশিকা জারি করছে তালিবান। মঙ্গলবার মন্ত্রিসভার ঘোষণার পরই নতুন শিক্ষামন্ত্রী শেখ মৌলবি নুরউল্লাহ মুনির জানিয়েছেন, মোল্লাাদের কাছে পিএইচডি বা স্নাতকোত্তর ডিগ্রি না থাকার পরও তারা বিশ্বসেরা, তাই এই ডিগ্রিগুলির কোনও মূল্য নেই। এ বার তালিবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক জানালেন, মহিলাদের খেলাধুলোর কোনও প্রয়োজন নেই (Sports Ban)। ক্রিকেট সহ অন্য যে কোনও ধরনের ক্রীড়াতেই মহিলারা অংশ নিতে পারবেন না, কারণ এগুলিতে শরীর প্রদর্শন হয়।