হরি ঘোষ, অন্ডাল: বাইক সার্ভিসিংয়ের সময ওয়েল্ডিং করতে গেলে হঠাৎ বাইকটিতে আগুন লেগে যায়। সৌভাগ্যবশতঃ এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
ঘটনাটি ঘটেছে অন্ডাল মোড়ের দু নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের কাছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটিতে ওয়েল্ডিং করার সময় পেট্রোলে স্পার্কের কারণে বাইকটিতে আগুন লেগে যায়। বাইকটিতে পেট্রোল থাকার কারণে সঙ্গে সঙ্গে পুরো গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।