বাংলাদেশ দ্রুত করোনার টিকা পাবে: ভারতীয় হাইকমিশনার

author-image
New Update
বাংলাদেশ দ্রুত করোনার টিকা পাবে: ভারতীয় হাইকমিশনার

হাবিবুর রহমান, ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে করোনাভাইরাসের টিকার উৎপাদন বেড়েছে। আশা করছি যেভাবে অক্সিজেন রফতানি শুরু হয়েছে, তেমনি টিকা রফতানিও দ্রুতই শুরু করা হবে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান হাইকমিশনার।

দোরাইস্বামী বলেন, করোনা পরিস্থিতির ওপর ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নির্ভর করছে। করোনার কারণে অনেক দেশে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে ট্যুরিস্ট ছাড়া অন্য সব ভিসাই চালু রয়েছে। তিনি আরো বলেন, গত চার মাসে দুই দেশের বাণিজ্য বেড়েছে। এই সময়ে রেলপথে আমদানি-রফতানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, রেল ও নৌপথ উন্নত করা হচ্ছে। এ সময় চেকপোস্টে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানা পুলিশের ওসি মিজানুর রহমানসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।