দাবি পূরণ না হলে দুর্গাপুজোর সময় জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধের হুঁশিয়ারি

author-image
New Update
দাবি পূরণ না হলে দুর্গাপুজোর সময় জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধের হুঁশিয়ারি

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: সঠিকভাবে  দাবি পূরণ না হলে দুর্গাপুজোর সময় জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধের হুঁশিয়ারি দিলেন বনদপ্তরের অস্থায়ী কর্মচারীরা। সঠিক সময়ে বেতন ও সমকাজে সমবেতনের দাবিতে বুধবার আন্দোলনে শামিল হন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি অস্থায়ী কর্মচারী ফেডারেশনের (ফরেস্ট উইং) প্রায় ২৫০ জন সদস্য। গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশ পথে দাঁড়িয়ে এদিন স্লোগান তোলেন তাঁরা।এই মুহূর্তে গরুমারা ও জলপাইগুড়ি বনবিভাগের বিভিন্ন রেঞ্জ ও বিটে প্রায় ৩০০ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন। জঙ্গলে নজরদারি থেকে হাতির খাবার সংগ্রহ, লোকালয়ে বন্যপ্রাণী বেরিয়ে এলে তাদের জঙ্গলে ফেরত পাঠানো সবটাই করতে হয় এই অস্থায়ী কর্মচারীদের। জানা গিয়েছে, মাসে চার থেকে ছয় হাজার টাকা বেতন পাওয়া এই কর্মচারীরা দীর্ঘ কয়েক মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। সংগঠনের তরফে জানা গিয়েছে এর আগেও বহুবার বিভিন্ন মহলে দাবি জানিয়ে কোনও লাভ হয়নি। আগামী পনেরো দিনের মধ্যে দাবি পূরণ না হলে কাজ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জঙ্গল খুললে পর্যটকদের প্রবেশ বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে।