BREAKING : এই মুখ্যমন্ত্রীর থেকে অনেক কিছু শিখেছেন প্রধানমন্ত্রী মোদি ? নিজেই জানালেন বড় কথা
BREAKING : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত !
BREAKING : না জানিয়েই বিয়ে করেছিলেন পাকিস্তানি তরুণীকে ! এবার শাস্তির মুখে সেই সিআরপিএফ (CRPF) জওয়ান
BREAKING : ভারতীয় নাগরিক নন কংগ্রেস নেতার ছেলে-মেয়ে ! হঠাৎ এ কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা
বড়বাজার অগ্নিকাণ্ড থেকে শিক্ষা, কলকাতায় আর থাকবে না রুফটপ রেস্তোঁরা
BREAKING : ৬ বার জনগণনা করেছে কংগ্রেস ! জাতিগত জনগণনা নিয়ে কংগ্রেসকে দুষলেন প্রহ্লাদ জোশি
BREAKING : পহেলগাঁও হামলার মাঝেই এবার মোদিকে নিয়ে বড় মন্তব্য করলেন চন্দ্রবাবু নাইড়ু
BREAKING : ফের সাইবার হানার চেষ্টা পাকিস্তানের ! বানচাল করলো ভারত
BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের সিদ্ধান্ত নতুন নয় ! এবার গর্জে উঠলেন অধীর

লটারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা

author-image
New Update
লটারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা

সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: লটারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  খুনের চেষ্টার অভিযোগ উঠল এক প্রতিবেশী দোকানদারের বিরুদ্ধে।অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন লটারি ব্যবসায়ী। মঙ্গলবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত বোগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পিন্টু রামকানু ও বিশাল রামকানু। জখম যুবকের নাম রানা রায়(২৮)। কর্ণজোড়া ছত্রপুরের বাসিন্দা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ মেডিক্যাল  কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল  কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মদ্যপ অভিযুক্ত পিন্টু ও তার ভাইপো বিশাল ওই লটারি ব্যবসায়ীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর শুরু হয় হাতাহাতি। দোকানে থাকা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীর মাথার মধ্যে কোপ মারে। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ রক্তাক্ত লটারি বিক্রেতাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পিন্টুর অভিযোগ, ওই লটারি ব্যবসায়ীর কাছ থেকে লটারির টিকিট কেটে ৩০ হাজার টাকা পাবে। সেই টাকা না দেওয়ায় যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত।এই ঘটনায় কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত পিন্টু ও বিশালের পরিবার জখম লটারি ব্যবসায়ীর চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করছে। রায়গঞ্জ থানার পুলিশ সূত্রের খবর, গোটা ঘটনার তদন্ত চলছে।