সুজিত গৌড়, হুগলীঃ বিজেপি বিরোধী রাজনীতিতে ভারতবর্ষের মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রধান মুখ। সে কথা সকল বিরোধী দলও মেনে নিচ্ছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই তার মনের কথা ব্যক্ত করলেন উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক বর্তমান বিজেপি নেতা প্রবীর ঘোষাল।
তিনি জানান, এবারের ভোটে তৃণমূলকে যেভাবে বিপুলভাবে জিতিয়েছে তাতে এটাই প্রমাণ হয়। এর সঙ্গে সঙ্গে তিনি তৃণমূলের সাংগঠনিক শক্তি যে বহুলাংশে বেড়েছে সে ব্যাপারেও ভূয়সী প্রশংসা করলেন। সম্প্রতি বিজেপি নেতা প্রবীর ঘোষালের মাতৃবিয়োগ হয়েছে। কিন্তু এই সময়কালে স্থানীয় বিজেপি নেতারা ছাড়া সেইভাবে বিজেপির কোনও বড় মাপের নেতা খোঁজখবর নেননি। এ ব্যাপারেও তার একটা অভিমান রয়েছে। তিনি বলেন, 'আজ থেকে ৩০ বছর আগে যখন আমার বাবা মারা গিয়েছিলেন তৎকালীন সময়ে তপন সিকদার এর মতন মানুষেরা বাড়িতে এসেছিলেন খোঁজ খবর নিয়েছিলেন । কিন্তু এবারে সে রকম কোনও ঘটনা ঘটেনি।'