সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: বিভিন্ন সমস্যা নিয়ে শ্রমিকদের গেট মিটিং হল জলপাইগুড়ি মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে। বুধবার বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয়। সকালে বাগানের ফ্যাক্টরির গেটের সামনে মিটিং হয়। প্রায় ঘণ্টাখানেক মিটিংয়ের পর ফের শ্রমিকরা কাজে যোগদান করেন। মেটেলি ব্লকের ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের সূত্রের পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, ‘কিলকোট চা বাগানের শ্রমিকরা নানান সমস্যায় আছেন। তাঁরা মজুরি ছাড়া কিছুই পাচ্ছেন না। শ্রমিকদের মজুরি থেকে পিএফ, গ্র্যাচুইটির টাকা কাটা হলেও তা জমা করা হচ্ছে না। বিষয়টি আগেই বাগানের ম্যানেজারকে জানিয়েছি। বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করছে না। কখনও বাগানের কাঁচা চা পাতা, আবার কখনও ছায়াগাছ বিক্রি করে শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে।’ শ্রমিকদের যাবতীয় প্রাপ্য দ্রুত মেটানো না হলে আগামীতে বড়সড়ো আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।