বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

author-image
New Update
বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

হরি ঘোষ, দুর্গাপুর: বিদ্যুতের দাবিতে দুর্গাপুরের ওল্ড জিটি এলাকার বাসিন্দারা নামলো বিক্ষোভে। ওই এলাকার পানীয় জল শুদ্ধিকরণের অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে মঙ্গলবার দুপুর থেকে এলাকার মানুষজন। অভিযোগ এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে কিন্তু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। চরম সমস্যার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে গরমের মধ্যে। বিক্ষোভের জেরে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। দূর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পানীয় জল শুদ্ধিকরণের অফিসের আধিকারিকরাও ছুটে আসেন ঘটনাস্থলে। এলাকাবাসীরা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের বিদ্যুৎ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে। অন্যদিকে দূর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পানীয় জল শুদ্ধিকরণের অফিসের আধিকারিকরা জানান ডিপিএল  যেহেতু বিদ্যুৎ দেয় না সেই জন্য তাদের কিছু করার নেই। তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করেননি বলেও জানান। কিন্তু এলাকাবাসীরা তাদের কথা মানতে নারাজ। অবিলম্বে বিদ্যুৎ দেওয়া না হলে তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।