নিজস্ব সংবাদদাতা: কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারবে না এনটিপিসি। কেন্দ্র সরকারের আন্ডারে এনটিপিসির এই জমি নিয়ে রাজ্য সরকার অন্য কোন শিল্প বা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলুক । বিদ্যুৎমন্ত্রীকে চিঠি দিয়ে এ কথা জানালেন কাটোয়ার তৃণমূলের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কেন্দ্র সরকার একের পর এক জিনিসকে যেভাবে বেসরকারিকরণ করে দিচ্ছে তাতে এই জমিও যে কোনদিন কোন কোম্পানির হাতে তুলে দিতে পারে। এই কারণেই বিদ্যুৎমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা শুরু হয়ে গেছে।