নিজস্ব সংবাদদাতাঃ ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তভার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের উপর তুলে দেওয়ার পর কোচবিহারের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের একটি দল । গতকাল দিনহাটা ১ নম্বর ব্লকের পেটলা অঞ্চলে বিজেপি কর্মী হারাধন রায়ের মৃত্যুর তদন্তে ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখেন
সিবিআইয়ের এই দল। পাশাপাশি হারাধন রায়ের পরিবারের সাথে কথা বলেন। এই মৃত্যু তদন্তে মূল অভিযুক্ত হিসাবে নাম ছিল দেলোয়ার হোসেন, দিলদার হোসেন, আলাউদ্দিন মিয়াসহ একাধিক তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এদিন সকালে আচমকাই এই সমস্ত তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয় সিবিআইয়েরে এই বিশেষ দল। যদিও সেই সময় বাড়িতে ছিল না অভিযুক্তরা কেউই। বাড়ির মহিলাদের অভিযোগ, এর পরেই কোন কথা না বলে সোজাসুজি সিবিআইয়ের বিশেষ দল ঘরে ঢুকে বিভিন্ন আলমারির তালা ভেঙে এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। ভোটার কার্ড, আধার কার্ডসহ বেশকিছু নথি নিজেদের সঙ্গে নিয়ে যান। এরপর বাড়ির মহিলাদের সাথে দুর্ব্যবহার করারও অভিযোগ করেন পরিবারের লোকেরা। এমত অবস্থায় পরিবারের লোকজনের দাবি, সিবিআইয়ের বিশেষ দলের প্রতিনিধিরা কোনরকম কারণ ছাড়াই হঠাৎ করে তাদের ঘরে প্রবেশ করেন এবং ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু তছনছ করেন। ইতিমধ্যেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও সিবিআই এই ঘটনায় রেজাউল হক নামে এক তৃণমূল কর্মীকে এই ঘটনায় গ্রেফতার করেছে।