নিজস্ব সংবাদদাতাঃ গত ২৬ অগাস্ট কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। তার সন্তানের বাবা কে! তা নিয়ে সহস্র বিতর্ক চলেছে। সেই প্রসঙ্গে অভিনেত্রী মুখে কুলূপ আঁটলেও তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের দ্বারা সন্তানের বাবার ইঙ্গিত যায় যশ দাশগুপ্তের দিকেই। তার সন্তানের বয়স এখন সবে ১২ দিন। তারমাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী। বুধবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর মা হওয়ার পর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স সারবেন তিনি। ভবানীপুরের এক স্যালোঁ-র উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকছেন সিঙ্গেল মাদার নুসরত জাহান।