চোলাই ও অবৈধ বালি কারবার রুখতে তৎপর পুলিশ

author-image
New Update
চোলাই ও অবৈধ বালি কারবার রুখতে তৎপর পুলিশ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলাতে সম্প্রতি চোলাইয়ের কারবারের বাড়বাড়ন্ত শুরু হয়েছিল। পুলিশ খবর পেয়ে অভিযান শুরু করে। ৩ সেপ্টেম্বর থেকে এই অভিযান শুরু হয়েছিল। শালবনি গোয়ালতোড় সহ পাশাপাশি এলাকায় অভিযান চালিয়ে সোমবার পর্যন্ত ব্যাপক বাজেয়াপ্তকরণ হয়েছে। সুপার দিনেশ কুমার জানিয়েছেন, চোলাই কারবারে জড়িত থাকা ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ৩৮ টি। বাজেয়াপ্ত হয়েছে ২৮৯০ লিটার ফারমেন্টেড ওয়াস, ৪০০ লিটার গুড়,১৪২০ লিটার আইডি লিকার।এরপরও বিশেষ ড্রাইভ শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। গত দুমাস ধরেই যা চালু হয়েছে অবৈধ বালি খাদান এর বিরুদ্ধে। জেলাজুড়ে ছটি নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। যেখান দিয়ে ওভারলোডেড গাড়ি ও বালি গাড়ি পাস হয়। দুমাস ধরে ওই এলাকায় চেকিং করে প্রায় পৌনে দুই কোটি টাকা জরিমানা হিসেবে রাজস্ব আদায় করেছে পুলিশ। পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন, এই অবৈধ কারবার বন্ধ করার জন্য ছটি নাকা পয়েন্ট ছাড়াও জাতীয় সড়কের উপরে ডেবরা ও নারায়ণগড় এলাকাতে স্থায়ী নজরদারি চালু করা হয়েছে। বিশেষ টিম সেখানে সব সময় উপস্থিত থেকে নজরদারি করবে। সিসিটিভি লাগিয়ে ওয়েব কাস্টিং এর মাধ্যমে বিভিন্ন আধিকারিকরা যেকোনো সময় সেখানে নজরদারিও চালাবে।