তালিবানই নিয়মে বন্ধের মুখে বিশ্ববিদ্যালয়

author-image
Harmeet
New Update
তালিবানই নিয়মে বন্ধের মুখে বিশ্ববিদ্যালয়

​নিজস্ব সংবাদদাতাঃ  “উদারমনা” তালিবান মহিলাদের শিক্ষার অধিকার দিয়েছে ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি সবই ফাকা। সেখানে দেখা নেই কোনও ছাত্রীর। আফগানিস্তানে স্কুল-কলেজ খোলার প্রথম দিনেই কার্যত পডুয়া শূন্যই থাকল ক্লাসরুমগুলি। তালিবানি নয়া নিয়ম অনুযায়ী মহিলারাও পড়াশোনা করতে পারবেন। কিন্তু, পুরুষদের সাথে একই কক্ষে বসে পড়তে পারবেন না তারা। আলাদাভাবে কক্ষের ব্যবস্থা করতে হবে। কিন্তু, বর্তমানে বেড়েছে মহিলা শিক্ষার্থীর সংখ্যা। যার জেরে একপ্রকার বন্ধের মুখে পরতে চলেছে বিশ্ববিদ্যালয়গুলি।