নিজস্ব সংবাদদাতাঃ আফগানদের নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। গোটা আফগানিস্তান বর্তমানে তালিবানদের দখলে। এহেন অবস্থায় ভারত সরকারের তরফ থেকে জানানো হয় যে, সে দেশের হিন্দু ও শিখদের আশ্রয় দেওয়া হবে। সেই মতো বহু হিন্দু ও শিখ ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন । তবে সেই সব আফগানকে যাতে কেউ দেশ থেকে বিতাড়িত করতে না পারে, তার জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র। এই গাইডলাইনে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, কোনও আফগান ভারত ছাড়বে কি না, সেই সিদ্ধান্ত নেবে একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রক। কোনোভাবেই যাতে আফগান নাগরিকদের হেনস্থার মুখে পড়তে না হয়, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।