নিজস্ব সংবাদদাতাঃ তালিবান পঞ্জশীর দখল নিলেও মাথা নোয়াইনি প্রতিরোধ বাহিনী। ধীরে ধীরে ফের তালিবানের কবজা থেকে একের পর এক অঞ্চল দখল মুক্ত করছে। স্থানীয় সূত্রের খবর, আবদুল হামিদ দাদগারের নেতৃত্বে স্থানীয় বাহিনী বাঘলান প্রদেশের পুল-ই-হেসার তালিবানের কবজামুক্ত করেছে। দেহ সালাহ, বানু ও আন্দারাবেও সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে। কাবুল দখল করায় গোটা দেশেই আধিপত্য জারি করেছিল তালিবানরা। তবে কাবুলের উত্তরেই অবস্থিত পঞ্জশীরে কিছুতেই দখল নিতে পারছিল না তালিবানরা। সেখানে আহমেদ মাসুদের নেতৃত্বে প্রতিরোধ বাহিনী তালিবানের সঙ্গে লড়াই জারি রেখেছিল। তালিবানি শাসনের হাত থেকে মুক্তি পেতে আফগান সেনা থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই প্রতিরোধ বাহিনীতে নাম লেখাচ্ছিল। গোটা বিশ্বের নজরই ছিল পঞ্জশীরের উপর।