নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি সামনে এসেছে তালিবান কমান্ডার মাওলাউই ফাসিহউদ্দিনের মৃত্যু সংবাদ। তারপরেই এই মৃত্যু সংবাদ মিথ্যে প্রমাণিত করে, নিজের জীবিত থাকার খবর সোশ্যাল মিডিয়ার ভিডিও মারফৎ ছড়িয়ে দিলেন মাওলাউই ফাসিহউদ্দিন। এই ভিডিওতে জানালেন, তিনি জীবিত রয়েছেন এবং এখন পাঞ্জশিরে আছেন। দেখে নিন সেই ভিডিও।