নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তান অচলাবস্থা জারি রয়েছে। বিগত ২০ দশক পর আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে তালিবানরা। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করছেন। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রাক্তন আফগান গেরিলা কমান্ডার আহমাদ শাহ মাসউদের ছেলে আহমাদ মাসউদের নেতৃত্বে বাহিনী পাঞ্জশির ঘাঁটি থেকে তালেবানদের বিরুদ্ধে লড়াই করছে। যদিও তালিবানদের দাবি যে তাঁরা পঞ্জশিরও দখল করে নিয়েছে।