একাধিক অফার সহ BSNL-এর দুর্দান্ত প্ল্যান

author-image
Harmeet
New Update
একাধিক অফার সহ BSNL-এর দুর্দান্ত প্ল্যান


নিজস্ব সংবাদদাতাঃ সরকারি টেলিকম সংস্থা BSNL নিয়ে এল এক দুর্দান্ত অফার। মাত্র ১৪৯৮ টাকার বার্ষিক ডেটা প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যান অনুযায়ী গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। এছাড়াও সমস্ত কল ফ্রি-এর মতো সুবিধা রয়েছে এই প্ল্যানে।