নিজস্ব সংবাদদাতাঃ দূষণ-ধুলোয় ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যাচ্ছে? তাই জেল্লাদার ত্বক ফিরে পেতে আমন্ড-দুধ-ওটসের মাস্ক ব্যবহার করুন। এই মাস্ক তৈরির জন্য লাগবে-
২ টেবিলচামচ আমন্ড গুঁড়ো, ১ টেবিলচামচ গুঁড়ো করা ওটস, ৩ টেবিলচামচ ঠান্ডা দুধ
১। একটা বড় কাচের বাটিতে সব ক’টা উপকরণ নিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করে নিন। এমন ভাবে মেশাবেন যেন মণ্ড মণ্ড হয়ে না থাকে।
২। এ বার গোলাপ জলে একটা তুলোর বল ভিজিয়ে নিয়ে মুখ পরিষ্কার করে নিন।
৩। পরিষ্কার করা হয়ে গেলে মুখে ওই মাস্ক লাগিয়ে ফেলুন।
এই মাস্ক রাতে শুতে যাওয়ার আগেও মেখে নিতে পারেন। সে ক্ষেত্রে সকালে উঠে ধুয়ে ফেলবেন। তবে রাতে শুতে যাওয়ার আগে যদি এই ফেস মাস্ক ব্যবহার করেন, তা হলে অ্যালার্জি টেস্ট করে দেখে নেবেন।