বুনো হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি

author-image
New Update
বুনো হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:  বুনো হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের দলগাঁও জঙ্গল লাগোয়া চা বাগানের  দলমোনি ডিভিশনে। এরপর হাতি দুটি বাড়িতে হামলা চালায়। রবিবার গভীর রাতে হামলা চালিয়ে চা বাগান এলাকায় ঘোরাফেরা করতে থাকে। শেষপর্যন্ত  ভোরের আলো ফুটতেই দলমোনি ডিভিশনের একটি জঙ্গলে আটকে পড়ে হাতির পালটি। বন দপ্তরে খবর দেওয়া মাত্রই এলাকাটির উপর নজরদারি চালাতে হাজির হয়েছে দলগাঁও স্কোয়াড রেঞ্জের বনকর্মীরা। সোমবার সকালে হাতি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষও। বন দপ্তরের দলগাঁও রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, হাতিগুলির গতিবিধির উপর নজর রয়েছে। সন্ধ্যা নাগাদ হাতির পালটিকে জঙ্গলে ফেরানো হবে।