নিজস্ব সংবাদদাতাঃ গভীর রাতে কেউ বা কারা গাছ কেটে ফেলল রাস্তার উপর। ঘটনাটি রবিবার রাত্রি দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার জামশোলে। মেদিনীপুর-ধেড়ুয়া সড়কের উপর একটি মোটা শাল গাছ কুঠার দিয়ে কেটে রাস্তা উপর ফেলে দেয় কেউ বা কারা। তাতে বিভিন্ন গাড়ি আটকে পড়ে। অনেকে ভয়ে ফেরতও যান বলে জানা গিয়েছে। কি উদ্দেশ্যে রাস্তার উপর কেটে ফেলা হলো গাছ তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। তবে বন দফতরের এক কর্মী জানান, গাছ পাচারকারীরা কুঠার দিয়ে গাছ কাটে না শব্দ হতে পারে জেনে। এমনকি যে গাছটি কাটা হয়েছে তা জ্বালানি ছাড়া অন্য কোনো ভাবে ব্যবহার করা যাবে না। জ্বালানির জন্য রাস্তার ধারের গাছ কেউ সাধারণত কাটে না। সম্প্রতি ওই রাস্তার শালডাঙ্গাতে ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। তাহলে কি ছিনতাইয়ের উদ্দেশ্যে রাস্তা আটকে ফেলা হলো গাছ? স্থানীয়রা অনেকে মানছেন সে কথা। কনকাবতী এলাকার এক যুবক (নাম প্রকাশে অনিচ্ছুক) পোলট্রি ফার্মের কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার সময় দেখেন রাস্তার উপর পড়ে রয়েছে একটি শাল গাছ। যুবকটি জানায়, জঙ্গলে হাতি আছে ভেবে প্রথমে সে ফেরত আসে। পরে বাড়ির লোকজনদের ফোন করলে জানতে পারেন হাতি নেই। ওইসময় মুরগী বহনকারী পিকআপ ভ্যানও পৌঁছায় ঘটনাস্থলে। ওই গাড়িটিও আটকে পড়ে। ভয়ের মধ্যেও যুবকটি গাছের ডালপালা সরিয়ে পেরিয়ে যায়। সকালে গিয়ে দেখা যায় রাস্তার দু'পাশে পড়ে রয়েছে গাছের অংশ। পরে বন দফতরের লোকজন গাছটিকে নিয়ে আসেন। রাতের অন্ধকারে কারা কি উদ্দেশ্য কেটে ফেলল গাছ তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, একটি ঘটনা ঘটেছে, তদন্ত করে দেখা হচ্ছে।